আরজেএফ এর ঢাকা জেলা কমিটির গঠন। নিউজক্যাম্প২৪
আরজেএফ এর ঢাকা জেলা কমিটির গঠন। নিউজক্যাম্প২৪
নিউজক্যাম্প২৪ রিপোর্ট:
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ঢাকা জেলা (প্রস্তাবিত) কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১০ জুন ) বিকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এক জরুরী সভায় সবার সর্বসম্মতিক্রমে ছিদ্দিকুর রহমান আযাদীকে সভাপতি ও তপু ঘোষালকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় জেলা কমিটির সদস্য মাধ্য উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আহমেদ জীবন, সুমন হাওলাদার যুগ্মসাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক রতন হোসেন (মোতালেব), অর্থ সম্পাদক শাহ্ আলম, মহিলা বিষয়ক সম্পাদক শিউলি পারভিন নিপা, সহ,মহিলা বিষয়ক সম্পাদক আছমা আক্তার রিতু।