লোকো সংগীত জগতের একজন খ্যাতনামা শিল্পী শম্পা কুন্ডু। নিউজক্যাম্প২৪
লোকো সংগীত জগতের একজন খ্যাতনামা শিল্পী শম্পা কুন্ডু। নিউজক্যাম্প২৪
নিউজক্যামবপ২৪ রিপোর্ট:
লোকো সংগীত জগতের ভারতের একজন খ্যাতনামা শিল্পী শম্পা কুন্ডু। একদিকে তার মধুর সুর, অন্য দিকে মিষ্টি হাসির যাদু। এই দুটির সংমিশ্রণেই তিনি করেছেন ভারত, বাংদেশ সহ লক্ষ মানুষের মন জয়। হ্যাঁ,শম্পা কুন্ডু ভারত তথা সারা বাংলার একজন জনপ্রিয় সংগীত শিল্পী। যিনি বর্তমানে মহামারী করোনা নিয়ে গান গেয়ে নিজেকে উপস্থাপণ করেছেন।
বাংলাদেশের জনপ্রিয় নিউজ পোর্টাল “তাজা খবর” থেকে তাকে অনুরোধ করা হয়েছিল করোনা যোদ্ধা সাংবাদিক দের নিয়ে গান গাওয়ার জন্য। তিনি সাংবাদিকদের নিয়েও একটি গান রচনা করে রেকোর্ড করে পাঠিয়ে দেন। তার প্রতিভা সত্যিই অতুলনীয়। তর গানে ফুটে উঠেছে বর্তমান মহমারীতে মানুষকে সচেতনতা। সত্যিকারের একজন করোনা যোদ্ধা শিল্পী শম্পা কুন্ডু।