করোনায় কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন তৃনমুলের অনেক প্রবীন সাংবাদিক। নিউজক্যাম্প২৪
করোনায় কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন তৃনমুলের অনেক প্রবীন সাংবাদিক। নিউজক্যাম্প২৪
এস এম জহিরুল ইসলামঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে দেশে দীর্ঘদিন যাবৎ চলছে লকডাউন। চলছে সাধারন ছুটি। বে- সরকারী অফিস আদালতও বন্ধ লকডাউনের কারনে। বন্ধ দেশের সকল সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ড। রাজনৈতিক দলগুলোরও নাই কোন কর্মসুচি। দেশের প্রধান প্রধান কয়েকটি সংবাদপত্র ছাড়া বেশীর ভাগ সংবাদ পত্র বন্ধ। এ সব কারনে বেশীর ভাগ সাংবাদিকরাই কর্মহীন হয়ে জীবন যাপন করছেন। এ অবস্থায় সবচেয়ে বেশী মানবেতর জীবন যাপন করছেন তৃন মুলের প্রবীন সাংবাদিকরা। এদের বেশীর ভাগই বিভিন্ন রোগ শোকে কাতর। আয়ের অন্য কোনও পথও নাই। পত্রিকায় পাঠানো বিজ্ঞাপন এর কমিশন দিয়েই চলে এদের জীবন জীবিকা। এখন সাধারন ছুটির কারনে পত্রিকাগুলো বিজ্ঞাপন এর বিল না পাওয়ার কারনে প্রতিনিধিরাও কমিশন পায় না। এ ব্যাপারে দৈনিক আমার সংবাদের দিনাজপুর জেলা প্রতিনিধি এম এ কারী বলেন তার সাংবাদিকতার বয়স ৫০ বছর। এ রকম সংকট তার দেখা এই প্রথম। তিনি বলেন, পত্রিকা বন্ধ থাকার কারনে নতুন বিজ্ঞাপন তো নাই। পুরানো বিলও বকেয়া পরে আছে। দৈনিক সংবাদ সারাদেশের ঠাকুরগাঁও জেলার পিরগঞ্জ উপজেলা প্রতিনিধি আঃ রহমান বলেন, তার সাংবাদিকতার বয়স ৪০ বছর। এই সংকটে এসে খুবই অসুবিধায় জীবন যাপন করছে। দৈনিক করোতোয়ার নেত্রকোনা জেলা প্রতিনিধি মোঃ সুলতান আহমেদ বলেন, দুই যুগের বেশী সময় ধরে সে সাংবাদিকতার সাথে জড়িত। সংবাদপত্রে এ রকম সংকট এই প্রথম বলে সে দাবী করেন। পাশাপাশি এ সংকট মোকাবেলায় তারা সরকারী পৃষ্ঠপোষকতা দাবী করেন। তৃনমুলের বেশ কয়েকজন সাংবাদিক বলেন, যেহেতু তারা সমাজে সাংবাদিক হিসাবে পরিচিত তাই তাদের পাশে কেউ দাড়ায় না। বর্তমান সংকট মোকাবেলায় সরকারী হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন গ্রামীন সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ) এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মোঃ আল আমিন শাওন। তিনি বলেন, প্রতি উপজেলা নির্বাহী অফিসার ও প্রতি জেলা প্রশাসকদের মাধ্যমে তালিকা করে স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে তৃনমুল পেশাদার সাংবাদিকদের প্রনোদনার ব্যাবস্থা করতে হবে। অন্যথায় তৃনমুল গণমাধ্যম কর্মীদের আগামীতে আরও গভীর মহাসংকটে পড়তে হবে।