বগুড়ায় গোয়েন্দা পুলিশ ১৫০ বোতল ফেনসিডিল সহ তিন জনকে গ্রেফতার করেছে। নিউজক্যাম্প২৪
বগুড়ায় গোয়েন্দা পুলিশ ১৫০ বোতল ফেনসিডিল সহ তিন জনকে গ্রেফতার করেছে। নিউজক্যাম্প২৪
মেহেদী হাসান লিটন(স্টাফ রিপোর্টার) বগুড়াঃ
করোনা আক্রমণের কারণে বিশ্বব্যাপী লক ডাউন হতে চললেও থেমে নেই মাদক চোরাচালান, থেমে নেই বগুড়া ডিবির অভিযান। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এস আই ফয়সাল হাসান এবং এস আই নাসিমের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম কর্তৃক ১৫০ বোতল ফেন্সিডিলসহ তিন ব্যক্তিকে আটক করেছে । আটক হওয়া ব্যক্তিরা হলো ১. আবুল খায়ের(৪৫) পিতা মৃত খাজের উদ্দিন থানা বিরামপুর জেলা দিনাজপুর ২. সোহেল রানা(২৯) পিতা আঃ জলিল শেখ গ্রাম মধ্য চরিয়া ৩. আল আমিন (২০) পিতা আমিরুল ইসলাম গ্রাম বড়গোজা উভয় থানা সলঙ্গা জেলা সিরাজগঞ্জ। আটক হওয়া ব্যক্তিরা তাদের অন্যান্য সহযোগীদের সহায়তায় উক্ত ফেন্সিডিলগুলো গরু বোঝাই ট্রাকে দিনাজপুর থেকে পাবনা নিয়ে যাওয়ার পথে মাটিডালি মোড়ে ডিবি টিম কর্তৃক আটক হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।