সাভার পৌর এলাকার রাজাশন প্রিমিয়ার ফুটবল লীগে রাজাশন ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন
সাভার পৌর এলাকার রাজাশন প্রিমিয়ার ফুটবল লীগে রাজাশন ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন
নিউজক্যাম্প২৪ রিপোর্ট:
ঢাকার অদূরে সাভার পৌর এলাকার ঐতিয্যবাহী রাজাশন প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজাশন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বের এ খেলায় দিয়া এন্ড ভিশন স্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রাজাশন ক্রীড়াচক্র।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। খেলাটি দেখার জন্য ওই স্কুল মাঠে প্রায় অর্ধলক্ষ দর্শক উপস্থিত ছিলেন।
এ ফাইনাল খেলায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার পৌর সভার মেয়র হাজী আবদুল গণি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর কাউন্সিলর সেলিম মিয়া, সাভার ইউনিয়ন চেয়ারম্যান হাজী সোহেল রানা, পাথালিয়া ইউনিয়ন চেয়ারম্যান পারভেজ দেওয়ান, সাভার থানা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভি, সমাজসেবক রফিকুল ইসলাম মাস্টার, মনির পালোয়ান, মিজানুর রহমান মিজান, প্রিন্সিপাল শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, আবদুল বাতেন প্রমুখ।
প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, সমাজের খেলাধূলার গুরুত্ব অপরিসীম। দিনদিন অনেক খেলা হারিয়ে যাচ্ছে। যান্ত্রিক জীবনে খেলাধূলার প্রতি আগ্রহ কোন অংশে কিঞ্চিত কমে গেছে। তিনি তরুণ যুবকদের খেলাধূলায় বেশী করে অংশ নিয়ে গৌরব উজ্জল ভূমিকা রাখার পরামর্শ দেন।